• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

ধর্ষণের পর ফাঁসিতে ঝুলিয়ে হত্যাচেষ্টা, লাইফ সাপোর্টে শিশু

প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২১  

দিনাজপুরের বিরলে ধর্ষণের শিকার শিশুকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে আছে সে। মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মাসুদ রানা এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, সেখানেই ওই শিশুর চিকিৎসা চলছে।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বিকেলে বিরল উপজেলার ৫ নম্বর ভাণ্ডারা ইউনিয়নের ভাণ্ডারা পাগলাপীর গ্রামে এ ঘটনা ঘটে। এরপর এ ঘটনায় জড়িত রাসেল হোসেনকে (২৫) আটক করেছে পুলিশ। রাসেল ওই গ্রামের মৃত ওসমান গনির ছেলে এবং পেশায় একজন গরু ব্যবসায়ী। বিরল থানার ওসি ফখরুল ইসলাম এ তথ্য জানান।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে শিশুটির বাবা কাজের জন্য বাইরে যান। বিকেলে শিশুটিকে বাড়িতে রেখে তার মা গরু-ছাগলের জন্য মাঠে ঘাস কাটতে যান। এ সময় শিশুটিকে বাড়িতে একা পেয়ে রাসেল হোসেন তাকে ধর্ষণ করে। ধর্ষণের পর শিশুকে হত্যার উদ্দেশ্যে বারান্দার বাঁশের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেয়।

এমন সময় ভুক্তভোগী শিশুর মা বাড়িতে এলে অভিযুক্ত রাসেল পালিয়ে যান। পরে মা ও স্থানীয়রা মিলে শিশুটিকে উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে শিশুটি হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে রয়েছে।

এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি ফখরুল ইসলাম।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –