• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

নতুন হাইপারসনিক ক্ষেপনাস্ত্র সফলভাবে পরীক্ষার দাবি উত্তর কোরিয়ার

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২১  

নতুন একটা হাইপারসনিক ক্ষেপনাস্ত্র সফলভাবে পরীক্ষা চালিয়েছে বলে দাবি করেছে উত্তর কোরিয়া। মঙ্গলবার ছোড়া ক্ষেপণাস্ত্রটির নাম তারা দিয়েছে হাসং-৮।

দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম কেসিএনএ বলেছে, নতুন ক্ষেপণাস্ত্রটি পাঁচ বছরের সামরিক উন্নয়ন পরিকল্পনার ফসল, "পাঁচটি গুরুত্বপূর্ণ"অস্ত্র পদ্ধতির মধ্যে হাসং-৮ অন্যতম। তারা নতুন ক্ষেপণাস্ত্রকে "কৌশলগত অস্ত্র" বলে অভিহিত করেছে, যার অর্থ সাধারণত এর পারমাণবিক ক্ষমতা রয়েছে। কঠোর নিষেধাজ্ঞার মধ্যেও উত্তর কোরিয়ার অস্ত্র প্রযুক্তি যে বেড়ে চলছে মঙ্গলবারের উৎক্ষেপণ তার আরেকটি ইঙ্গিত দেয়। কেসিএনএ আরো বলছে, “এই অস্ত্র পদ্ধতির উন্নয়ন সবদিক থেকেই জাতির আত্মরক্ষার সক্ষমতা বাড়িয়েছে।”

সর্বশেষ উৎক্ষেপণের মাধ্যমে চলতি মাসে তৃতীয়বারের মতো ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল উত্তর কোরিয়া। এর আগে তারা নতুন ধরনের একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ট্রেন থেকে উৎক্ষেপণযোগ্য নতুন একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল।

হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো সাধারণ ক্ষেপণাস্ত্রের চেয়ে অনেক বেশি গতি সম্পন্ন ও ক্ষিপ্র। ফলে এসব ক্ষেপণাস্ত্রকে বাধা দেওয়া মিসাইল ডিফেন্স সিস্টেমের জন্য অনেক কঠিন হয়ে পড়ে। এসব সত্ত্বেও তারা নতুন অস্ত্র পদ্ধতির উন্নয়ন চালিয়ে যাবে, আর এটি প্রমাণ করতে পিয়ংইয়ং দৃঢ়প্রতিজ্ঞ বলে মনে করছেন বিশ্লেষকরা।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –