• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

নবনির্বাচিত ইউপি সদস্য গ্রেপ্তার

প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২২  

দিনাজপুরের বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়নের নবনির্বাচিত ইউপি সদস্য মো. আমিনুর ওরফে আমিরুল ইসলামকে (৩৬) মাদক মামলায় গ্রেপ্তার করেছে বিরামপুর থানা পুলিশ। টঙ্গী পশ্চিম থানায় একটি মাদক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বিরামপুরসহ দেশের বিভিন্ন স্থানে ৪টি মাদক ও একটি চাঁদাবাজির মামলা রয়েছে বলে থানা পুলিশ সূত্রে জানা গেছে।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় ‌বিরামপুর পৌর শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সে দিওড় ইউনিয়নে ৯ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য।

আটক, আমিনুল ইসলাম ওই এলাকার এমদাদুল হকের ছেলে। বিরামপুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) ‌মাহাবুর রহমান মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন।

থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) ‌মাহাবুর রহমান বলেন, টঙ্গী পশ্চিম থানায় একটি মাদকের মামলায় আমিনুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। আজ রাতে অভিযান চালিয়ে পৌর শহরের সাবেক এক ইউপি সদস্য বাড়ির পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া তার নামে বিরামপুরসহ বিভিন্ন থানায় চারটি মাদকের এবং একটি চাঁদাবাজির মামলা রয়েছে। আজ শুক্রবার সকালে দিনাজপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –