• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

নবাবগঞ্জে চোর চক্রের ৪ সদস্য আটক করেছে পুলিশ

প্রকাশিত: ১৭ মে ২০২৩  

 
দিনাজপুরের নবাবগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সদসদ্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরের পর থেকে বুধবার ভোর পর্যন্ত এ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। 

আটককৃতরা হলো- গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলার দড়িতাজপুর গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে জহুরুল ইসলাম (৩৬), ছোট ছত্রগাছা গ্রামের মৃত শফিকুল ইসলামের ছেলে সৌরভ ইসলাম(২০), বড় দাউদপুর গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে রাজা মিয়া(৪৫) ও নিচপাড়া গ্রামের মৃত আঃ মতিনের ছেলে আব্দুল্যা আল মামুন মিঠু (৫৬)। 

পুলিশ জানায়, গত মঙ্গলবার বেলা ১১টার দিকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে ওষুধ কোম্পানীর প্রতিনিধি ইবনে মাসুদ নামে একজনের একটি মোটরসাইকেল চুরি হয়। এ ব্যাপারে তিনি নবাবগঞ্জ থানায় একটি সাধারন ডায়রী করেন। এরপর থেকে পুলিশ তথ্য প্রযুক্তি সহায়তায় চোর চক্রের সদস্যদের সনাক্তসহ অভিযান পরিচালনা করে আটক সৌরভের বাড়ী থেকে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধারসহ তাদেরকে আটক করা হয়।
 
আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান নবাবগঞ্জ থানার ওসি ফেরদৌস ওয়াহিদ।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –