• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

নবাবগঞ্জে জমিতে চাষ দেয়ার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

প্রকাশিত: ৬ আগস্ট ২০২২  

নবাবগঞ্জে জমিতে চাষ দেয়ার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু                    
দিনাজপুরের নবাবগঞ্জে বজ্রপাতে রবিন সরেন (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৬ আগস্ট) সকাল ৯টায় উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের খটখটিয়া কৃষ্টপুর গ্রামের মাঠে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত রবিন সরেন ওই গ্রামের বাবুরাম সরেনের ছেলে। 
 
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, রবিন সরেন পাওয়ার টিলার দিয়ে অন্যের জমিতে চাষ করছিলেন। এ সময় বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাত শুরু হয়। বজ্রপাতে ঘটনাস্থলেই রবিন সরেনের মৃত্যু হয়।

নবাবগঞ্জ থানার ওসি ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –