• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

নিপাহ ভাইরাসের চিকিৎসায় চিকিৎসকদের ৭ পরামর্শ

প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২৩  

নিপাহ ভাইরাসের সংক্রমণ দেশের ২৮টি জেলায় ছড়িয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এমন পরিস্থিতিতে নিপাহ ভাইরাসজনিত জ্বরের উপসর্গ নিয়ে আসা রোগীদের হাসপাতালে সেবা দেওয়ার জন্য কর্তব্যরত চিকিৎসকদের বিশেষ নির্দেশনা দিয়েছে অধিদফতর। এতে রোগী দেখার সময় মাস্ক পরা, রোগী দেখার পূর্বে ও পরে সাবান দিয়ে হাত ধোয়াসহ চিকিৎসকদের ৭ পরামর্শ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের হাসপাতাল ও ক্লিনিক সমূহের পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. শেখ দাউদ আদনান স্বাক্ষরিত এক চিঠিতে এসব পরামর্শ দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, অদ্যাবধি দেশের ৩২ জেলা নিপাহ ভাইরাস জনিত জ্বরের ঝুঁকিতে রয়েছে। দেশের প্রতি হাসপাতালে জ্বরের উপসর্গ নিয়ে আগত রোগীদের সেবা দেওয়ার জন্য কর্তব্যরত চিকিৎসকদের নিম্নলিখিত নির্দেশাবলী অনুসরণ করে চিকিৎসাসেবা প্রদানের জন্য অনুরোধ করা হল।

নির্দেশনাগুলো হলো

>> রোগী দেখার সময় আবশ্যিকভাবে মাস্ক পরিধান করতে হবে।

>> রোগী দেখার পূর্বে ও পরে সাবান দিয়ে হাত ধৌত করতে হবে।

>> জ্বরের উপসর্গ দেখা গেলে রোগীকে আবশ্যিকভাবে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রাখতে হবে।

>> জ্বরের সাথে সংকটাপন্ন অবস্থা দেখা দিলে রোগীকে সংশ্লিষ্ট হাসপাতালের আইসিইউতে রাখতে হবে।

>> আইসিইউতে থাকাকালীন রোগীর পরিচর্যাকারীরা শুধু গ্লাভস ও মাস্ক পরলেই হবে। কেননা এই ভাইরাস বাতাসের মাধ্যমে ছড়ায় না।

>> যেহেতু আইসিইউতে রেখে এই রোগীর চিকিৎসা করা যায়, এজন্য রেফার্ড করার প্রয়োজন নেই।

>> কোনো প্রকার তথ্যের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের কল সেন্টারে ১৬২৬৩/৩৩০ যোগাযোগ করবেন।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –