• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

নীলফামারী পৌরসভার উদ্যোগে জাতীয় স্যানিটেশন মাস উদযাপন

প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২০  

জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে জেলা শহরে র‌্যালি ও আলোচনা সভা করেছে নীলফামারী পৌরসভা। বুধবার (২৮ অক্টোবর/২০২০) দুপুরে পৌরসভা ভবন থেকে বনার্ঢ্য এক র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।

উন্নত স্যানিটেশন নিশ্চিত করি, করোনা ভাইরাস মুক্ত জীবন গড়ি, শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন নীলফামারী পৌরসভার প্যানেল মেয়র ঈসা আলী। 

এতে বক্তব্য দেন তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নিতকরণ (সেক্টর) প্রকল্পের টিম লিডার আজাহারুল ইসলাম, প্রকল্পের আঞ্চলিক সমন্বয়কারী অখিল রঞ্জন বিশ্বাস, পৌরসভার নির্বাহী প্রকৌশলী তারিক রেজা, সচিব মশিউর রহমান, কাউন্সিলর বাদশা আলমগীর ও জেলা যুব মহিলালীগের সাংগঠনিক সম্পাদক জিন্নাত রেহানা সুরভী। সভা পরিচালনা করেন পৌরসভার স্বাস্থ্য পরিদর্শক ফরিদ আহমেদ।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –