• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

নীলফামারীতে বোরো ধান-চাল সংগ্রহ অভিযান শুরু

প্রকাশিত: ১৭ মে ২০২২  

অভ্যান্তরিণ বোরো ধান ও চাল ক্রয় অভিযান শুরু হয়েছে নীলফামারীতে। মঙ্গলবার(১৭ মে) বিকাল ৫টায় জেলা সদরের খাদ্য গুদাম চত্বরে ক্রয় অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন।
জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. নাজমুল হক ভূঁইয়া’র সভাপতিত্বে এসময় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমীন নাহার, জেলা চাল কল মালিক সমিতির সভাপতি শামসুল হক, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হৃষিকেশ শর্মা প্রমূখ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী দিনে দুই জন কৃষকের কাছ থেকে ২ মেট্রিক টন ধান এবং একজন মিলারের কাছ থেকে ১৮ মেট্রিক টন চাল সংগ্রহ করা হয়।

জেলা খাদ্য বিভাগ জানায়, এবার জেলায় সরাসরি কৃষকদের কাছ থেকে ১১ হাজার ৬২২ মেট্রিক টন ধান এবং মিলারদের কাছ থেকে ১৯ হাজার ২৯১ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে। কৃষকদের কাছ থেকে ২৭ টাকা কেজি দরে ধান এবং মিলারদের কাছ থেকে ৪০ টাকা কেজি দরে চাল সংগ্রহ করা হবে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত জেলা জুড়ে এই সংগ্রহ অভিযান চলবে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –