• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

নীলফামারীতে মাদক পাচার মোকাবেলায় কর্মশালা

প্রকাশিত: ৮ জুন ২০২২  

মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর, সুরক্ষা সেবা বিভাগ এবং স্বরাস্ট্র মন্ত্রনালয়ের সহযোগিতায়‘দেশের ৩২টি জেলার মাদক পাচারের চিত্র এবং পাচার মোকাবেলায় সমন্বিত কৌশল নির্ধারণ’ শীর্ষক গবেষনা কাজের জেলা পর্যায়ের নীলফামারীতে কর্মশালা হয়েছে।

বুধবার(৮ জুন) সকাল ১১টার দিকে শহরের স্কাই ভিউ রেষ্টুরেন্টের সম্মেলন কক্ষে ওই কর্মশালা হয়। বেসরকারি সংস্থা স্টেপ টুয়ার্ডস ডেভেলপমেণ্ট ওই কর্মশালার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন নীলফামারী প্রেসকাবের সভাপতি তাহমিন হক। 

বক্তৃতা করেন, নীলফামারী কোর্ট পুলিশের পরিদর্শক  মোমিনুল ইসলাম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের এডি মোনতাসির এলাহী, বিসিক নীলফামারী কার্যালয়ের উপ পরিচালক হোসনে আরা বেগম, বেসরকারি সংস্থা পাস এর নির্বাহী পরিচালক কে এম আলী সম্রাট, স্টেপস্ টুয়ার্ডস ডেভেলপমেণ্ট এর সমন্বয়কারী চন্দন লাহেরী, প্রথম আলো নীলফামারী প্রতিনিধি মীর মাহমুদুল হাসান প্রমুখ।

মাদক পাচার মোকাবেলায় আইনের কঠোরতার পাশাপাশি সামাজিক ও পারিবারিক সচেতনা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে  বক্তারা বলেন, প্রত্যেককে সচেতন হতে হবে, বাবা মায়েরা সচেতন হলে মাদক সমস্যার অনেকটাই সমাধান সম্ভব।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –