• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

নীলফামারীতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে কম্বল বিতরণ

প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২১  

নীলফামারীতে সুবিধাবঞ্চিত এতিম ও পথশিশুদের মাঝে আড়াই শতাধিক কম্বল বিতরণ করেছে ন্যাশনাল চিল্ড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ)। শুক্রবার(১৫ জানুয়ারী) বেলা ১১টার দিকে জেলা শিল্পকলা একাডেমি চত্ত¡রে এসব কম্বল বিতরণ করা হয়। 

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ। এসময় সংগঠনটির (এটিসিএফ) শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আহ্বায়ক নাফিউল ইসলাম সুফলের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কালেক্টরেট পারলিক স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক জাহানারা রহমান ডেইজি, জেলা কৃষি বিভাগের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মহসিন রেজা রূপম, এটিসিএফ এর সাধারণ সম্পাদক রুবাইয়াত হোসেন হিয়া, সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান মাহিম, সদস্য মীর মাহজাবিন আফরোজ উর্শিতা প্রমুখ। 

সংগঠনের শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আহ্বায়ক নাফিউল ইসলাম সুফল জানান, শহরের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা সুবিধাবঞ্চিত এতিম ও পথশিশুর তালিকা করে তাদের শীত নিবারণের জন্য আড়াইশ জনের মাঝে একটি করে কম্বল বিতরণ করা হয়। 

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –