• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

পঞ্চগড়ে পানিতে ডুবে মুক্তিযোদ্ধার মৃত্যু

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২০  

পঞ্চগড়ের সদর উপজেলায় এলাকায় পানিতে ডুবে সামসুল হক(৭০) নামে এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে৷ বৃহস্পতিবার জেলার সদর উপজেলার কামাত কাজল দিঘী ইউনিয়নের কৈকুড়ি এলাকায় কৈকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে। মৃত বীরমুক্তিযোদ্ধা সামসুল হক ওই এলাকার মৃত মহির উদ্দিনের ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, মৃত মুক্তিযোদ্ধা সামসুল তার বড় ছেলের মেয়ে সুমাইয়া(৭) নামে তার নাতনীকে বাড়ির পাশে নালার পানি দেখতে যায়। সেখানে তার নাতনী পানিতে পড়ে নিখোঁজ হলে তিনি তার নাতনীকে খোঁজার জন্য পানিতে নামে এবং তিনিও পানিতে ডুবে যায়।

পরে স্থানীয়রা   তাদের দুজনকে ঘটনাস্থল থেকে  দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক ওই মুক্তিযোদ্ধাকে মৃত ঘোষণা করেন তবে তার নাতনী সুমাইয়া বর্তমান চিকিৎসাধীন রয়েছে। 

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) আবু আক্কাস আহমেদ পানিতে পড়ে ওই মুক্তিযোদ্ধার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।        

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –