• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

পদত্যাগ করলেন সুদানের প্রধানমন্ত্রী আবদাল্লা হামদোক

প্রকাশিত: ৩ জানুয়ারি ২০২২  

সুদানের প্রধানমন্ত্রী আবদাল্লা হামদোক পদত্যাগ করেছেন। ক্ষমতা দখলকারী সেনাবাহিনীর সঙ্গে বিতর্কিত চুক্তির মাধ্যমে ক্ষমতায় ফিরে আসার কয়েক সপ্তাহের মধ্যেই পদত্যাগ করলেন তিনি। ক্ষমতায় ফিরে ব্যাপক বিক্ষোভের মুখে তিনি এটি করতে বাধ্য হয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিবিসির ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, ২০২০ সালের অক্টোবরে সেনাবাহিনী ক্ষমতা দখল করে আবদাল্লা হামদোককে গৃহবন্দি করেছিল। তবে অভ্যুত্থানের নেতাদের সঙ্গে ক্ষমতা ভাগাভাগির চুক্তি করেন তিনি।

এরপর আবারো ক্ষমতায় ফিরে আসেন আবদাল্লা হামদোক। কিন্তু বিক্ষোভকারীরা সেটি মেনে নিতে পারেননি। তাদের দাবি পুরোপুরিভাবে বেসামরিক রাজনৈতিক শাসন চালু করতে হবে।

আবদাল্লা হামদোক বলেছেন, তার দেশ বর্তমানে খুবই বিপজ্জনক টার্নিং পয়েন্টে আছে দেশকে বিপর্যয়ের দিকে এগিয়ে যাওয়া ঠেকাতে সাধ্য অনুসারে চেষ্টা করেছি। ঐক্যমতে পৌঁছানোর সব রকম চেষ্টা করেছি; তবে তা হয়নি।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –