• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বুধবার থেকে ঈদের বিশেষ লঞ্চ

প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২২  

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী বুধবার (২০ এপ্রিল) থেকে যাত্রী পারাপারের জন্য সারাদেশের বিভিন্ন নৌপথে নিয়মিত লঞ্চের পাশাপাশি বিশেষ লঞ্চ চলাচল শুরু হবে। সেই সঙ্গে একইদিন থেকে অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ সময় যাত্রীবাহী লঞ্চে মোটরসাইকেল বহনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। রোববার বিআইডব্লিউটিএ’র এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

বিআইডব্লিউটিএ’র নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম পরিচালক আলমগীর কবির বলেন, ঈদে ঘরমুখো ও ঈদ ফেরত যাত্রী পরিবহনের সুবিধার্থেই বেশ কিছু সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ২০ এপ্রিল থেকে লঞ্চ মালিকরা চাইলে কেবিনের অগ্রিম টিকিট বিক্রি করতে পারবেন। তবে ২৭ তারিখ থেকে মূলত ঈদযাত্রা শুরু হবে।

তিনি বলেন, ঈদের পাঁচদিন আগে ও পাঁচদিন পর পর্যন্ত টার্মিনালে লঞ্চের মাধ্যমে কোনো মোটরসাইকেল যাতায়াত করতে পারবে না। এই ১০ দিন নদীতে কোনো বাল্কহেড চলতে পারবে না। এছাড়া লঞ্চে যাতায়াতকারীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেখানো ও সংরক্ষণ করা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিশেষ করে কেবিনে যাতায়াতকারীদের এনআইডি সংরক্ষণ করতে লঞ্চ মালিক-শ্রমিকদের নির্দেশনা দেওয়া হয়।

এ কর্মকর্তা আরো বলেন, স্বাস্থ্যবিধি মেনে যাত্রীদের লঞ্চে যাতায়াত করতে হবে। অতিরিক্ত যাত্রী নিয়ে কোনো লঞ্চ ঘাট থেকে ছাড়তে পারবে না। এসব দেখভাল করার জন্য ঘাটে একজন ম্যাজিস্ট্রেটসহ বিশেষ টিম থাকবে। যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –