• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

পরিবার পরিকল্পনা বিভাগে আমুল পরিবর্তন এসেছে- নৌপ্রতিমন্ত্রী

প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০২০  

পরিবার পরিকল্পনা বিভাগে আমুল পরিবর্তন এসেছে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন- বর্তমান সরকারের সঠিক নেতৃত্বের কারণে দেশে বিগত দিনের তুলনায় জনসংখ্যার হার অনেক কমেছে। 

গতকাল দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় কোইকা-জিএনবি সিএইচডব্লিউ প্রকল্প গুড নেইবারস বাংলাদেশ বোচাগঞ্জ সিডিপি ইশানিয়া ইউনিয়নে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে ও নাফানগন ইউনিয়নে ২টি ২৪/৭ নিরাপদ প্রসূতী কেন্দ্রের শুভ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন- এই উদ্বোধনের সাথে নাফানগর ও ইশানিয়া ইউনিয়নের মোট ২টি নিরাপদ প্রসূতী কেন্দ্রের মাধ্যমে অত্র ২টি ইউনিয়নের পাশাপাশি সকল গরীব অসহায় গর্ভবতী ও শিশুদের সার্বক্ষণিক সেবা দেওয়া হবে। মাতৃ ও শিশু স্বাস্থ্যের উন্নতি সাধিত হবে এবং উপজেলা সরকারি পরিবার পরিকল্পনা বিভাগ ও প্রকল্পের মাধ্যমে প্রাতিষ্ঠানিক প্রসবের জন্য জনগণকে উৎসাহিত করা হবে। যাতে মাতৃ ও শিশু মৃত্যু হার হ্রাস পায়। 

এসময় আরো বক্তব্য রাখেন বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আফছার আলী, গুড নেইবারস বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর আনন্দ কুমার দাস, পরিবার পরিকল্পনা উপ-পরিচালক ডাঃ মোঃ আবু নাসের নুরুল ইসলাম, বোচাঁগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল, কোইকা-জিএনবি সিএইচডব্লিউ প্রকল্পে ম্যানেজার কর্নেলিউস দালবৎ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ জাকিরুল ইসলাম, এমওএমসিএইচ এফপি ডা: শাহ শামীমা আলম প্রমুখ।
 
প্রসঙ্গত, কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কোইকা) এর যৌথ আর্থিক-সহযোগিতায় জিএনবি’র কোইকা-জিএনবি সিএইচডব্লিউ প্রকল্প ২০১৯ সাল থেকে মাতৃ ও শিশু স্বাস্থ্যের উন্নয়নের জন্য দিনাজপুর জেলার বোচাঁগঞ্জ উপজেলায় কাজ করে যাচ্ছে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –