• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

পলাশবাড়ীতে বাস-ট্রাক সংঘর্ষ, প্রাণ গেল চালকের

প্রকাশিত: ৩০ মে ২০২৩  

 
গাইবান্ধার পলাশবাড়ীতে পণ্যবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে বাসচালক উত্তম কুমার নিহত হয়েছেন। সোমবার রাত ১০টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে শহরের সরকার ফিলিং স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে। 

জানা যায়, ঢাকা থেকে অরিন পরিবহনের যাত্রীবাহী একটি বাস গাইবান্ধা যাচ্ছিল। পথে পলাশবাড়ী পৌর শহরের সরকার ফিলিং স্টেশনের পাশে অন্য গাড়ির চাপে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতমুখী ভুট্টাবাহী একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে বাসচালক উত্তম ঘটনাস্থলেই নিহত হন। 

স্থানীয়রা জানান, সংঘর্ষের পর বাসটি সড়কের পাশের একটি টি-স্টলে ঢুকে যায়। সৌভাগ্যক্রমে দোকানি জিয়া বাইরে থাকায় প্রাণে বেঁচে যান। সংঘর্ষের পর বাসের ড্যাশ বোর্ডসহ চালকের সিটের সম্পূর্ণ অংশ বাইরে ছিটকে যায়। সেই সঙ্গে বিকট শব্দে সামনের চাকা ফেটে যায়। 

পলাশবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মশিউর রহমান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালান হয়।  

পলাশবাড়ী থানার ওসি মাসুদ রানা বলেন, নিহত বাসচালকের লাশ উদ্ধার করা হয়েছে। 

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –