• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

পল্লীশ্রী সমৃদ্ধি কর্মসূচীর উদ্যোগে বিরলে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প

প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০১৯  

দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন ২ নং ফরক্কাবাদ ইউনিয়নে পল্লীশ্রী সমৃদ্ধি কর্মসূচীর উদ্যোগে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও পল্লীশ্রীর আর্থিক সহযোগিতায়  নাক ,কান, গলা ও চক্ষু  বিষয়ে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়।   

১১ ডিসেম্বর বুধবার পল্লীশ্রী সমৃদ্ধি কর্মসূচীর আয়োজনে বিরল উপজেলার ২ নং ফরক্কাবাদ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ক্যাম্পটি অনুষ্ঠিত হয়। উক্ত স্বাস্থ্য ক্যাম্পে রোগীদের চিকিৎসাপত্র ও পরামর্শ প্রদান করেন ডাঃ শীতল পাহান, (নাক, কান, গলা বিশেষজ্ঞ ও এসিস্টেন্ট রেজিষ্টার নাক,কান ও গলা বিভাগ) এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল এবং ডাঃ সাদিকুর রহমান, মেডিকেল অফিসার , গাওসুল আজম বিএনএসবি চক্ষু হাসপাতাল, দিনাজপুর। স্বাস্থ্য ক্যাম্পে শিশু, বৃদ্ধ ও  এলাকার সাধারন নারী ও পুরুষ সহ  প্রায় ২ শতাধিক রোগীকে চিকিৎসাপত্র প্রদানসহ বিনামূল্যে ঔষধ বিতরন করা হয়। স্বাস্থ্য ক্যাম্পে সার্বিকভাবে সহযোগিতা করেন পল্লীশ্রী সমৃদ্ধি কর্মসূচীর কর্মসূচী সমন্বয়কারী মাহফুজা নাজনীনসহ সকল কর্মকর্তাবৃন্দ  ও ফৃরক্কাবাদ ইউনিয়ন পরিষদ। ফ্রি ক্যাম্পের উদ্বোধন করতে গিয়ে ডাঃ শীতল পাহান বলেন, বর্তমান সরকারের অঙ্গীকার স্বাস্থ্যসেবা ঘরে ঘরে পৌঁছে দেয়া। তারই ধারাবাহিকতাকে সামনে রেখে পিকেএসএফ ও পল্লী শ্রী তৃণমূল পর্যায় হতদরিদ্র জনগণের স্বাস্থ্য সেবা দিয়ে আসছে। আমরা মনে করি স্বাস্থ্যই সকল সুখের মূল। সুস্থ্য জাতি গঠনে স্বাস্থ্যের যথেষ্ট প্রয়োজনীয় রয়েছে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –