• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

পাটগ্রামে মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখায় জরিমানা

প্রকাশিত: ১ জুন ২০২৩  

লালমনিরহাটের পাটগ্রামে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও খাবারের দোকান অপরিচ্ছন্ন রাখায় দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও ভ্রাম্যমান আদালতের বিচারক মাহমুদুল হাসান এ জরিমানা করেন।

বুধবার (৩১ মে) দুপুরে ভ্রাম্যমান আদালত বাজারের বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করেন। এ সময় রসুলগঞ্জ বাজারের রেলগেট এলাকার কোমল পানীয় পরিবেশকের গোডাউনে মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন কোম্পানির বেশকিছু কোমল পানীয় ও সাধারণ পানির বোতল জব্দ করেন। এতে ভোক্তা অধিকার আইনে পরিবেশক পাটগ্রাম উপজেলার রসুলগঞ্জ গ্রামের হায়দার আলী রাসেলকে ১০ হাজার টাকা জরিমানা করেন। একই সময় পাটগ্রাম শহরের চৌরঙ্গী মোড়ে নিউ হিমু হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রাখা ও খাবারে ময়লা পাওয়ায় রেস্তোরাঁর মালিক জাহাঙ্গীর আলমকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় একাধিক দোকানে অভিযান পরিচালনা করা হয়।পরে জব্দকৃত মেয়াদ উত্তীর্ণ কোমল পানীয়র বোতল ও সাধারণ পানির বোতলসহ বেশকিছু চিপস ধ্বংস করা হয়। 

পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও ভ্রাম্যমান আদালতের বিচারক মাহমুদুল হাসান বলেন, ‘মেয়াদ উত্তীর্ণ কোমল পাণীয় ও সাধারণ পানি খেয়ে এবং রেস্তোরাঁয় অস্বাস্থ্যকর খাবার খেয়ে জীবন শঙ্কায় পড়তে পারে। অভিযান চালিয়ে ওই দুই দোকানদারকে জরিমানা করা হয়েছে। জনসচেতনতা বাড়াতে এ ধরণের অভিযান নিয়মিত চালানো হবে।’

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –