• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

পার্বতীপুর পৌর নির্বাচনে মেয়র-কাউন্সিলর পদে মনোনয়ন দাখিল

প্রকাশিত: ৬ অক্টোবর ২০২২  

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার পার্বতীপুর পৌরসভার সাধারণ নির্বাচনের মনোনয়ন পত্র জমাদানের শেষ দিন ছিল। সাধারণ নির্বাচনের মেয়র পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৫ জন।

তারা হলেন পার্বতীপুর পৌরসভার সাবেক মেয়র এ জেড এম মেনহাজুল হক (স্বতন্ত্র), উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের দলীয় প্রার্থী আমজাদ হোসেন (নৌকা মার্কা), সাবেক পৌর চেয়ারম্যান মরহুম আউয়াল সাহেবের পুত্র সাইফুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হাছানুল ইসলাম প্রামাণিক (স্বতন্ত্র) ও বিশিষ্ট ব্যবসায়ী আতিয়ার রহমান (স্বতন্ত্র)।

পৌরসভার স্বরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর ১৮ জন ও সাধারণ ওয়ার্ড কাউন্সিলর ৪৭ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন বলে নিশ্চিত করে জানান সিনিয়র জেলা নির্বাচন অফিসার (উপ-সচিব) মো. শাহিনুর ইসলাম প্রামাণিক।

মনোনয়ন পত্র বাছাই আগামী ১০ অক্টোবর সোমবার ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ অক্টোবর সোমবার এবং ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ সম্পন্ন হবে আগামী ২ নভেম্বর। এই পৌরসভার সর্বশেষ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছিল ২০১১ সালে। এবারে পার্বতীপুর পৌরসভার ৯টি ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ৩৩ হাজার ৩৯৯ জন। যার মধ্যে পুরুষ ভোটার রয়েছে ১৬ হাজার ৪৭২ জন ও মহিলা ভোটার রয়েছে ১৬ হাজার ৯২৭ জন।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –