• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

পার্বতীপুর স্টেশন থেকে আবারো ডেমু ট্রেনের যাত্রা শুরু

প্রকাশিত: ৯ অক্টোবর ২০২২  

দিনাজপুরের পার্বতীপুর রেল জংশন থেকে ডেমু ট্রেন ( ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিট ) বাণিজ্যিকভাবে আবারো যাত্রা শুরু করেছে।

রোববার দুপুর ১২টার দিকে  রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন পার্বতীপুর রেল জংশন স্টেশনে আনুষ্ঠানিকভাবে এ ট্রেনের চলাচল শুভ উদ্বোধন করেন। ট্রেনটি পার্বতীপুর-রংপুর রুটে চলবে।

দীর্ঘ দিন ধরে অকেজো হয়ে পড়ে থাকা চীনা প্রযুক্তি সরিয়ে দেশি প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশের প্রকৌশলীরা ১টি ডেমু ট্রেন চালু করতে সক্ষম হয়েছেন। বাংলাদেশ রেলওয়ে রাজশাহী অঞ্চলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার জানান জানান চীনের তৈরি এই ডেমু ট্রেনের কন্ট্রোলিং সিস্টেম খুবই জটিল ছিল বর্তমানে এটি সহজ করা হয়েছে।  ১৫ দিন ডেমু ট্রেন রংপুর পার্বতীপুরে চলাচল করবে পরবর্তী আরো তিনটি রুটে আমরা এই ট্রেনটিকে পরিচালনা করতে সক্ষম হবো।

উল্লেখ্য, গত ২০২০ সালে করোনাকালীন সময়ে এই ডেমু ট্রেনটি অকেজো হয়ে পড়ে। ২০১৩  সালে ৬২৯ কোটি টাকা ব্যয়ে চীন থেকে ২০টি ডেমু ট্রেন আনা হয়।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –