• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

পার্বতীপুরে একসঙ্গে চারটি বাছুর জন্ম দিয়েছে একটি গাভি

প্রকাশিত: ১৯ মার্চ ২০২৩  

দিনাজপুরের পার্বতীপুরে একসঙ্গে চারটি বাছুর দিয়েছে একটি গাভি। রোববার (১৯ মার্চ) দুপুরে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ডাড়ারপাড় গ্রামের এ ঘটনা ঘটে।

গাভির মালিক রমজান আলী জানান, ব্যবসার পাশাপাশি বাড়িতে ফ্রিজিয়ান জাতের গাভি পালন করি। দুপুরে গাভিটি চারটি বাছুর জন্ম দেয়। একে একে চারটি বাছুর স্বাভাবিক প্রসব হওয়ায় আমরা অবাক হয়েছি।

তিনি জানান, গাভিটি কৃত্রিম প্রজনন করাই। স্বামী-স্ত্রী মিলে আমরা বাড়িতে ফ্রিজিয়ান জাতের পাঁচটি গাভি পালন করি। পেটে বাচ্চা আসার পর থেকে সেবাযত্ন আরও বেড়ে যায়। আমাদের কষ্ট স্বার্থক হয়েছে। বাছুর চারটি ও গাভি সুস্থ আছে।

স্থানীয় পশু চিকিৎসক মো. নুর আলম বলেন, গাভিটিকে কৃত্রিম প্রজনন করানো হয়েছিল। বাছুরগুলো ও গাভি পুরোপুরি সুস্থ রয়েছে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –