• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

পার্বতীপুরে কলেজ ছাত্রের রহস্যজনক মৃত্যু

প্রকাশিত: ২৭ জুলাই ২০২০  

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর দিনাজপুরের পার্বতীপুরে গলায় ফাঁস দিয়ে সমাপ্ত হাসান (১৯) নামে এক কলেজছাত্রের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। গতকাল রবিবার (২৬ জুলাই) সন্ধ্যার আগে নিজ বাড়ির শোবার ঘরে দড়িতে ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। 

জানা গেছে, সমাপ্ত হাসান ভবানীপুর ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষে পড়ত। লেখাপড়ার পাশাপাশি ছাত্র পুলিশিং কমিউনিটি ছাড়াও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছিল সে। তবে, আত্মহত্যার কিছু দিন আগে থেকেই তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একাধিক হতাশাগ্রস্ত পোস্ট শেয়ার করা হয়। তার মধ্যে একটি ছিল 'মৃত্যুই বোধহয় মুক্তি!!'। আত্মহত্যার দুই দিন আগে আরো একটি পোস্ট শেয়ার করে সমাপ্ত। সেখানে লেখা ছিল 'তার পর, ওর সাথে আমার আমৃত্যু অভিমানের একটা চুক্তি হলো'। এর পর দুটি ইমুজি। সমাপ্ত ভবানীপুর এলাকার মৃত এনামুল মন্ডলের ছেলে। 

ভবানীপুর পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ এম আর সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে একটি ইউডি মামলা হয়েছে। 

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –