• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

পার্বতীপুরে গণ উপদ্রবের অভিযোগে ২ যুবকের কারাদণ্ড

প্রকাশিত: ৩০ মার্চ ২০২১  

দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে জংশন এলাকায় গণ উপদ্রবের অভিযোগে দুই যুবককে কারাদণ্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ বিচারক দুই যুবকের প্রত্যেককে দশ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। সোমবার বিকেলে এই কারাদণ্ড প্রদান করা হয়।

পার্বতীপুর রেলওয়ে থানার ওসি মোঃ আব্দুল্লাহ আল মামুন জানান, সোমবার বিকেলে বিশেষ পুলিশি অভিযান চালিয়ে পার্বতীপুর রেলওয়ে জংশনের রেলপার্ক এলাকায় বিশৃঙ্খলাসহ গণ উপদ্রবের অভিযোগে মোঃ রিসাদ (২১) ও মোঃ নাঈম (২২) উভয়কে হাতে নাতে গ্রেফতার করা হয়। এই অভিযানের নেতৃত্বদেন পার্বতীপুর রেলওয়ে থানার ওসি মোঃ আব্দুল্লাহ আল মামুন ও এসআই মোঃ দেওয়ান জিয়াউর রহমান।

গ্রেফতারকৃতদের ভ্রাম্যমাণ আদালতে বিজ্ঞ বিচারক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসিদ কায়সার রিয়াদ গণ উপদ্রবের অভিযোগে প্রত্যেককে দশ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –