• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

পার্বতীপুরে ঝড়ে গাছের ডাল পড়ে স্বাস্থ্যকর্মীর মৃত্যু

প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২০  

দিনাজপুরের পার্বতীপুরে গাছের ডাল মাথায় পড়ে ইতি রানী (৩০) নামে এক স্বাস্থ্যকর্মীর (সিএইচসিপি) মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৮ টায় চান্দোয়া পাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, সকালে নিহত ইতি রানী উপজেলার পলাশবাড়ি ইউনিয়নের দুর্গাপুর খামারপাড়া গ্রামের বাড়ি থেকে কর্মস্থল পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছিলেন। পথিমধ্যে ঘূর্ণিঝড় ও বৃষ্টির কবলে পড়েন তিনি। চান্দোয়াপাড়া এলাকায় পৌঁছলে গাছের ডাল ভেঙে মাথায় পড়লে গুরুতর আহত হন তিনি।

তখনই তাঁকে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কপ্লেক্সে নেয়া হলে কর্তবরত চিকিৎসকক রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। রংপুরে নিয়ে যাওয়ার পথে বদরগঞ্জ এলাকায় পৌঁছলে তার মৃত্যু হয়। ইতি রানী খামারপাড়া এলাকার সিএইচসিপি মৃণাল কান্তির স্ত্রী।

পার্বতীপুর থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –