• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

পার্বতীপুরে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২২  

দিনাজপুরের পার্বতীপুরে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরেনারি হাসপাতালের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ১টায় প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় শহীদ ময়দান মাঠে এ দিনব্যাপী প্রদর্শনী শুরু হয়। 

পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) প্রীতম সাহার সভাপতিত্বে প্রাণিসম্পদ প্রদর্শনী’র আনুষ্ঠানিকভাবে উদ্ভোধন করেন- অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা ভাইসচেয়ারম্যান আমিরুল মোমিনীন। 

উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান রুকশানা বারী রুকু, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আছান আলী, বেলাইচন্ডি ইউপি চেয়ারম্যান কৃষিবীদ নুর মোহাম্মদ রাজা ও উপ-সহকারি প্রাণিসম্পদ কর্মকর্তা খলিলুর রহমান প্রমুখ। প্রাণিসম্পদ প্রদর্শনীতে ৪০ টি স্টলে বিভিন্ন জাতের গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগী ও বিভিন্ন ধরনের পাখি প্রদর্শনী করা হয়। 

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, এলাকার মানুষ যাতে উন্নত জাতের গরু-ছাগল হাঁস মুরগী আরো বেশি লালন-পালন করতে পারে। প্রাণিসম্পদ প্রদর্শনীর মাধ্যমে এ অঞ্চলের মানুষ যাতে উন্নত প্রজাতির পশু ও পাখি লালন-পালনে উদ্বুদ্ধ হয়। 

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –