• বুধবার ১৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৭ শাওয়াল ১৪৪৫

পার্বতীপুরে রেলওয়ের সেবা সপ্তাহের উদ্বোধন

প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০২০  

মুজিব বর্ষ উপলক্ষে রেলসেবা ও নিরাপত্তা সপ্তাহ শুরু হয়েছে। শুক্রবার সকালে উত্তরাঞ্চলের বৃহত্তর রেলওয়ে জংশন দিনাজপুরের পার্বতীপুর স্টেশনে এ উপলক্ষে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের মধ্যে ছিল আলোচনা সভা, শোভাযাত্রা, রেলযাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা, সচেতনতামূলক প্রচারপত্র বিলি প্রভৃতি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান যন্ত্র প্রকৌশলী (সিএমই) মুহাম্মদ কুদরত ই খুদা। বিশেষ অতিথি ছিলেন রেলের প্রধান ভূমি কর্মকর্তা রেজাউল করিম, দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) মো. জয়দুল ইসলাম ও পার্বতীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রুকশানা বারী রুকু।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন পার্বতীপুর রেলওয়ে স্টেশনমাস্টার মো. জিয়াউল আহসান। এর আগে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে সেবা সপ্তাহের উদ্বোধন করেন প্রধান অতিথি। পরে কয়েকটি ট্রেনের যাত্রীদের মধ্যে প্রচারপত্র বিলি ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান রেলওয়ের কর্মকর্তারা।
 
এ ব্যাপারে জানতে চাইলে সিএমই মুহাম্মদ কুদরত ই খুদা বলেন, ‘বর্তমান সরকার রেলবান্ধব। ফলে ব্যাপক উন্নয়ন হচ্ছে রেলের। পশ্চিমাঞ্চলে ডবল লাইন স্থাপন ও বঙ্গবন্ধু রেলসেতু স্থাপন করে রেলসেবা বাড়ানো আমাদের এবারের রেল সপ্তাহের অঙ্গীকার। এ ছাড়াও রেলযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে। ১০ ডিসেম্বর এ রেলসেবা সপ্তাহ শেষ হবে।’

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –