• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

পার্বতীপুরে রেলের যন্ত্রাংশ চুরির সময় প্রকৌশলী গ্রেপ্তার

প্রকাশিত: ২৮ মে ২০২০  

পার্বতীপুর রেল ইয়ার্ডের ওয়াশপিট এলাকায় অবস্থানরত ৭৬৭ আপ ৭৬৮ ডাউন আন্তঃনগর দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের বৈদ্যুতিক যন্ত্রাংশ চুরি করে খুলে নিয়ে যাওয়ার সময় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর গোয়েন্দা শাখার জোয়ানদের হাতে গ্রেফতার হয়েছে উর্দ্ধতন উপ-সহকারী প্রকৌশলী বেতার/টেলিকম আব্দুল মালেক (৪৪)।

জানা যায়,  বুধবার বেলা সাড়ে ১১টার দিকে গ্রেফতার আব্দুল মালেক উল্লেখিত ট্রেনের জানালা দিয়ে একটি বগিতে প্রবেশ করে। সেখানে সে পর পর পাঁচটি কম্বাইন বোর্ডের সকেট খুলে চুরি করে নিয়ে যাওয়ার সময় আরএনবি’র জোয়ানদের কাছে হাতেনাতে ধরা পরে। এ ঘটনায় রেলওয়ে আইনের ১৩ নম্বর ধারায় মামলা হয়েছে।

পার্বতীপুর রেলওয়ে নিরাপত্তা বাহিনীর এস আই ইলিয়াছ আলী জানান, গ্রেপ্তার আব্দুল মালেকের বিরুদ্ধে ইতিমধ্যে মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হবে। তার বাড়ি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার ব্রহ্মা কাপালিয়া গ্রামে। বাবার নাম মৃত এন্তাজ আলী ।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –