• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

পার্বতীপুরে ‘শুভ বিজয়া পুনর্মিলনী’ উদযাপন

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২০  

“বিবাদ নয়, সহায়তা; বিনাশ নয়, পরস্পরের ভাব গ্রহণ; মতবিরোধ নয়, সমন্বয় ও শান্তি, প্রতিটি উৎসব হোক সৌহার্দ সম্প্রীতি আর মৈত্রীর সেতুবন্ধন। স্বামী বিবেকানন্দের বিশ্ব শান্তির যুগান্তকারী এ মর্মবাণী ধারন করে বুধবার বিকেলে দিনাজপুরের পার্বতীপুরে কালিমাতা মন্দির কমপ্লেক্স মিলনায়তনে “শুভ বিজয়া পুনর্মিলনী” অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কালিমাতা মন্দিরের সভাপতি প্রদীপ দত্ত। 

পুনর্মিলনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পার্বতীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামানিক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি সুনীল চক্রবর্তী, সাধারণ সম্পাদক রতন সিংহ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পার্বতীপুর উপজেলা শাখার সভাপতি নীলকান্ত মহন্ত, সহ-সভাপতি কৈলাশ প্রসাদ সোনার, সাধারণ সম্পাদক দীপেশ চন্দ্র রায়, পার্বতীপুর প্রেসক্লাবের সভাপতি শআম হায়দার, সাংবাদিক আতাউর রহমান, মুক্তিনিউজ২৪কমের সম্পাদক মোস্তাকিম সরকার, দৈনিক দেশ রূপান্তর এর সোহেল সানী প্রমুখ। 

পুনর্মিলনীতে উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভার ৪২টি দুর্গা মন্দির কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন ধর্মীয় সংগঠনের সহস্রাধিক পুরোহিত, ভক্ত, স্কুল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –