• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

পার্বত্য জেলায় দৃশ্যমান বহু উন্নয়ন হয়েছে: বীর বাহাদুর উশৈসিং

প্রকাশিত: ২৬ মে ২০২৩  

 
পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, পার্বত্য জেলায় বর্তমান সরকারের আমলে দৃশ্যমান বহু উন্নয়ন হয়েছে। এর উকৃষ্ট উদাহরণ হলো মসজিদ, মন্দির, গির্জা, বিহারসহ নানা উন্নয়ন প্রকল্প ও তার সুষ্ঠ বাস্তবায়ন।

শুক্রবার সকালে বান্দরবানের শ্রী শ্রী রামঠাকুর সেবাশ্রম ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ৪০ লাখ টাকা ব্যয়ে এই আশ্রম নির্মিত হয়েছে।

পার্বত্যমন্ত্রী বলেন,  প্রত্যেক ধর্মের উন্নয়নে কাজ করছে আওয়ামী লীগ সরকার। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে জনসাধারণ সুন্দরভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন। আর এই কারণে শান্তি আর সম্প্রীতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মিরা, জেলা পরিষদের সদস্য লক্ষ্মীপদ দাশ, পৌরসভার মেয়র সৌরভ দাশ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো. ইয়াছির আরাফাত, শ্রী শ্রী রামঠাকুর সেবক সংঘের সভাপতি অরুণ কান্তি দাশ প্রমুখ ।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –