• মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৬ শাওয়াল ১৪৪৫

পীরগঞ্জে গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২২  

পীরগঞ্জে গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার                    
রংপুরের পীরগঞ্জে হযরত আলী (৬০) নামের এক গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৬ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন পীরগঞ্জ থানার ওসি জাকির হোসেন।

এর আগে শুক্রবার সকাল ১১ টার দিকে পীরগঞ্জ ও পলাশবাড়ী উপজেলার সীমান্তবর্তী আখিরা নদী সংলগ্ন একটি গাছের গোড়ায় বাঁধা অবস্থায় ওই ব্যক্তির মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত হযরত আলী উপজেলার হলদিবাড়ি গ্রামের মৃত খালেক উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন গরু ব্যবসায়ী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার অন্য ব্যবসায়ীদের সঙ্গে দিনাজপুর জেলার রানীগঞ্জ হাটে গরু ক্রয়-বিক্রয় করতে যান হযরত আলী। হাটে কাজ শেষে রাতে সকলে একসঙ্গে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে পলাশবাড়ী উপজোলার মহেশপুর গ্রামের পাশে ব্র্যাক নামক পৌঁছালে তিনি তার মেয়ের বাড়িতে যাওয়ার কথা বলে গাড়ি থেকে নেমে যান।

শুক্রবার সকাল ১১ টার দিকে গাছে বাঁধা অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে ৯৯৯ নম্বরে কল করেন স্থানীয় লোকজন। পরে পীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

পীরগঞ্জ থানার ওসি জাকির হোসেন বলেন, এ ঘটনায় নিহতের বড় ছেলে নওয়াব আলী বাদী হয়ে পীরগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –