• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

পীরগাছা উপজেলার সফল ইউপি চেয়ারম্যান শাহ আব্দুল হাকিম আর নেই

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২১  

রংপুরের পীরগাছা উপজেলার ছাওলা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ আব্দুল হাকিম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
শাহ আব্দুল হাকিম ১৯৪৮ সালে উপজেলার ছাওলা ইউনিয়নের আদম গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আব্দুল মান্নান। তিনি কমিউনিস্ট পার্টির পীরগাছা উপজেলা সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০০১ সালে আওয়ামী লীগে যোগ দেন। তিনি তিন বার ছাওলা ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। ভালো কাজের স্বীকৃতি হিসেবে রংপুর বিভাগের শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যানও নির্বাচিত হয়েছিলেন তিনি। সরকারের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে তিনি একাধিকবার বিদেশ সফর করেন।

তার মৃত্যুুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাস্কৃতিক সংগঠন শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি ) সকাল ১০টায় পাওটানা হাট কাশিয়া বাড়ি স্কুল মাঠে তার জানাযা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –