• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

প্রধানমন্ত্রীকে চীন সফরের আমন্ত্রণ

প্রকাশিত: ৩০ মে ২০২৩  

 
চীনের উপপররাষ্ট্রমন্ত্রী সান ওয়েইডং এ বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চীন সফরের আমন্ত্রণ জানিয়েছেন। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সোমবার সাংবাদিকদের এই কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

দুই দিনের সফর শেষে গতকাল রাতে বাংলাদেশ ছাড়েন ওয়েইডং। এর আগে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেন।

মোমেন বলেন, 'চীনের উপপররাষ্ট্রমন্ত্রী সেপ্টেম্বরে প্রধানমন্ত্রীকে চীন সফরের আমন্ত্রণ জানান। তবে, সেই সময়ে প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে যোগ দিতে নিউইয়র্কে থাকবেন।'

তাই প্রধানমন্ত্রী এ বছর চীন সফর করতে পারবেন কি না তা নিশ্চিত নয়, মোমেন বলেন।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –