• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

প্রধানমন্ত্রীর উপহার ‘স্বপ্নের নীড়’ পাচ্ছে ১০৮৬ পরিবার

প্রকাশিত: ৫ জানুয়ারি ২০২১  

মুজিববর্ষ উপলক্ষে ‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’ প্রতিপাদ্যে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় ৭৬৯টি ভূমিহীন ও বঙ্গবন্ধু পরিবারের জন্য নির্মিত হচ্ছে লাল টিনের ‘স্বপ্নের নীড়’। 

উপজেলার বিভিন্ন স্থানের খাসজমিতে মাথা গোঁজার ঠাঁই হচ্ছে এসব পরিবারের। প্রতিটি ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছে দুই কক্ষের আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত লাল টিনের ঘর।

অন্যদিকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নতুন ঘর পাবে ৩১৭ ভূমি ও গৃহহীন পরিবার। এ লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলাজুড়ে খাসজমি চিহ্নিত ও দখলমুক্ত করে চলছে গৃহ নির্মাণের কাজ। পাশাপাশি কয়েক পর্বে যাচাই-বাছাই করে তৈরি করা হচ্ছে ‘ক’ তালিকাভুক্ত প্রকৃত ভূমি ও গৃহহীনদের তালিকা। 

প্রাথমিকভাবে আগামী ১৫ জানুয়ারির মধ্যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের তদারকিতে ৫০টি পরিবারকে উপহার দেওয়া হবে নতুন ঘরের চাবি।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –