• মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৬ শাওয়াল ১৪৪৫

প্রস্তুত হচ্ছে গোর-এ-শহীদ

প্রকাশিত: ৮ জুলাই ২০২২  

দিনাজপুরের গোর-এ-শহীদ ময়দানে বিশাল মিনারের সামনে ঈদুল আজহার নামাজ আদায়ের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি চলছে। বিশাল এই ঈদগাহে একসঙ্গে দেড় লাখ মুসল্লি ঈদের নামাজ আদায় করতে পারেন। গত ঈদুল ফিতরের নামাজ একসঙ্গে ৮০ হাজার মানুষ আদায় করেছেন।

এবার লক্ষাধিক মুসল্লি ইদুল আজহার নামাজ আদায়ের উদ্দেশ্যে উপস্থিত হতে পারেন বলে আশা করছেন আয়োজকরা। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

আয়োজকরা জানিয়েছেন, ইদুল আজহার নামাজের জামাত শুরু হবে সকাল ৯টায়। নামাজে ইমামতি করবেন দিনাজপুর জেনারেল হাসপাতাল জামে মসজিদের খতিব মাওলানা শামসুল হক কাসেমী। ঈদ জামাতের জন্য ময়দানের মিনার সংস্কার ও রঙ করা, ধোয়ামোছা, মাঠে মাটি ভরাট, চুনের দাগ দেওয়াসহ আনুষঙ্গিক কাজ চলছে এখন। ঈদগাহ মাঠের বিভিন্ন স্থানে ১২ শতাধিক মাইক বাধা হচ্ছে।

ঈদের জামাতকে কেন্দ্র করে থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মুসল্লিদের নিরাপত্তায় তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখছে পুলিশ। এরই মধ্যে মাঠের বিভিন্ন জায়গায় বসানো হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যবেক্ষণের টাওয়ার।

দিনাজপুরের পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, পোশাকধারী ছাড়াও আইনশৃঙ্খলায় নিয়োজিত বাহিনীর সদস্যরা সাদা পোশাকে নিয়োজিত থাকবেন। মুসল্লিদের ফটকে তল্লাশি করা হবে। মুসল্লিরা শুধু জায়নামাজ, ছাতা, তসবি সাথে নিয়ে আসতে পারবেন।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –