• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

প্রাইভেট পড়তে গিয়ে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রের

প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৩  

দিনাজপুর চিরিরবন্দর উপজেলায় ট্রাকের ধাক্কায় এক স্কুলছাত্র নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলার রানীরবন্দর কলেজমোড় বাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে। দশমাইল হাইওয়ে থানার এসআই ননী গোপাল এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিহত প্রশান্ত রায় উপজেলার আলোকডিহি ইউনিয়নের ক্ষেনপাড়ার শ্যামল রায়ের ছেলে। তিনি আলোকডিহি জেবি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিলেন।

স্থানীয়র জানান, মঙ্গলবার সকালে প্রশান্ত বাইসাইকেল চালিয়ে প্রাইভেট পড়তে যাচ্ছিল। এ সময় এ ঘটনা ঘটে।

এসআই ননী গোপাল জানান, মঙ্গলবার সকালে মহাসড়কে দিনাজপুরগামী দ্রুতগতির একটি মালবাহী ট্রাক ইছামতি কলেজমোড় বাজারে এসে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা প্রশান্তের বাইসাইকেলে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলে প্রশান্ত নিহত হন। এ ঘটনার পর ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ রেখেছিল স্থানীয়রা। পরে উপজেলা নির্বাহী অফিসার, চিরিরবন্দর থানা ও দশমাইল হাইওয়ে পুলিশের একটি দল দ্রুত স্থানীয়দেরকে রাস্তা থেকে সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করেন।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –