• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

ফুলবাড়ীতে একই জমিতে আলু ও পেঁপে চাষ করে বাড়তি আয়

প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২১  

ফুলবাড়ীতে একই জমিতে আলু ও পেঁপে চাষের মাধ্যমে সাথি ফসলের সোনালি স্বপ্ন বুনছেন কৃষক। এতে করে বাড়তি আয়ও করছেন তারা। 

উপজেলার দৌলতপুর ইউনিয়নের বারাইপাড়া গ্রামে দেখা গেছে, কৃষক বাবলু মিয়া গ্রামের মধ্য দিয়ে প্রবাহিত ছোট যমুনা নদীর তীর ঘেঁষে তার নিজের দেড় বিঘা জমিতে পাটনাই জাতের আলু চাষ করেছেন। একই জমির ফাঁকে ফাঁকে লাগিয়েছেন উন্নত জাতের ৩৭৫টি পেঁপে গাছ। ইতিমধ্যে আলুগাছ যেমন মাটি ভেদ করে বের হয়েছে, তেমনি পেঁপে গাছগুলোও বড় হতে শুরু করেছে। খেতে কোনো রাসায়নিক সার ব্যবহার করছেন না। যেটুকু করছেন তা নিজের তৈরি ভারমিক কম্পোস্ট সার। এ পর্যন্ত তার প্রায় ৩০ হাজার টাকা ব্যয় হয়েছে। প্রাকৃতিক কোনো দুর্যোগ না হলে তিনি এই চাষাবাদ থেকে কমপক্ষে ৪ লাখ টাকা আয় হবে বলে আশা করছেন। 

একই গ্রামের মোকছেদুল ইসলাম বলেন, তিনিও এক বিঘা জমিতে সাথি ফসল হিসেবে আলুর সঙ্গে পেঁপে আবাদ করছেন। শুধু তিনিই নয়, গ্রামের অনেকেই একই পদ্ধতিতে চাষাবাদে ঝুঁকছেন। 

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার বলেন, বাবলু মিয়াকে কৃষি বিভাগরে পক্ষ থেকে সার্বিকভাবে পরামর্শ দেওয়া হচ্ছে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –