• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

ফুলবাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২০  

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা হলরুমে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ খাইরুল আলম সুমন এর সভাপতিত্বে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে এ আলোচনা সভা অনুষ্টিত হয়। 

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ফুলবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার লিয়াক আলী, ডিপুটি কমান্ডার মোঃ এছার উদ্দীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শমসের আলী মন্ডল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আখতারুজ্জামন, ফুলবাড়ী জি.এম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তোজাম্মেল হক প্রমুখ। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস অফিসার (ভারপ্রাপ্ত) মাহাবুবুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ গোলাম মওলা, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোছাঃ রুম্মান আক্তার, উপজেলা হিসাব রক্ষক অফিসার মোঃ ফাতেমা জহুরা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জামিল উদ্দীন মন্ডল, উপজেলা আনসার ও ভিডিভি কর্মকর্তা মোঃ হাসানুল মবিন, ফুলবাড়ী থানা প্রেস ক্লাবের সভাপতি মোঃ আফজাল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান মেহেদী, ফুলবাড়ী উপজেলা প্রেস ক্লাবের মোঃ রজব আলী, মোঃ মেহেদী হাসান। 

এছাড়া আলোচনা সভায় উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারী, স্কুল-কলেজের শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –