• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

ফুলবাড়ীতে ব্যবসায়ী-পুলিশের নিরাপত্তা বিষয়ক মতবিনিময়

প্রকাশিত: ২১ নভেম্বর ২০২০  

দিনাজপুরের ফুলবাড়ীতে ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার রাত ১০টায় ফুলবাড়ী বাজার এলাকায় এই মতবিনিময় সভা করেছে ফুলবাড়ী থানা পুলিশ।

স্থানীয় ব্যবসায়ীদের আয়োজনে ব্যবসাপ্রতিষ্ঠানে চুরি ঠেকাতে ও নিরাপত্তা জোরদারের বিষয় নিয়ে এ মতবিনিময় হয়। এসময় বাজার এলাকায় ব্যবসাপ্রতিষ্ঠানে সিসি ক্যামেরা স্থাপনসহ নিরাপত্তা জোরদারের বিষয় নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় ফুলবাড়ী স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক মানিক মণ্ডলের সঞ্চালনায় জেলা পরিষদ সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী কামরুজ্জামান কামরু’র সভাপতিত্বে বক্তব্য দেন- ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম, পুলিশ পরিদর্শক মাহামুদুল হাসান, জুয়েলারি মালিক সমিতির সভাপতি সাহাজুল ইসলাম, সাধারণ সম্পাদক গৌতম দত্ত, স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের যুগ্ন-আহ্বায়ক সৌরভ, যুগ্ন আহ্বায়ক রুবেল, ব্যবসায়ী সাইফুল বারী, চিনা, কমলেশ রায়, সঞ্জয় কুমার, সোহেল রানা প্রমুখ।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –