• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

ফুলবাড়ীতে মাস্ক না পরায় ১৩ দোকানিকে জরিমানা

প্রকাশিত: ১২ নভেম্বর ২০২০  

দিনাজপুরের ফুলবাড়ীতে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মোতাবেক মাস্ক না পরায় ১৩ দোকানিকে দুই হাজার ৬০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত পৌর বাজারে ভ্রম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ আফরোজ। এ সময় উপস্থিত ছিলেন ভূমি অফিসের নাজির মো. আতিউর রহমান, থানার এএসআই মোস্তফা কামালসহ সঙ্গীয় পুলিশ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ আফরোজ বলেন, সরকারের ঘোষিত স্বাস্থ্যবিধি উপেক্ষা করে মাস্ক না পরে দোকানে বসে দোকানদারী করায় জরিমানা করা হয়েছে। করোনার সংক্রমণ রোধে সরকার অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। কিন্তু কিছু মানুষ সরকারের ঘোষিত স্বাস্থ্যবিধির উপেক্ষাই করছেনা। স্বাস্থ্যবিধি নিশ্চিতে আমাদের ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –