• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

ফুলবাড়ীতে যমুনায় বন্ধুদের সঙ্গে গোসলে নেমে স্কুলছাত্রের মৃত্যু

প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০২২  

ফুলবাড়ীতে যমুনায় বন্ধুদের সঙ্গে গোসলে নেমে স্কুলছাত্রের মৃত্যু            
দিনাজপুরের ফুলবাড়ীতে ছোট যমুনা নদীতে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে রিজভী আহমেদ নামে ১৬ বছরের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

সোমবার দুপুর দেড়টার দিকে পৌর শহরের চাঁদাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। রিজভী পৌর শহরের কাঁটাবাড়ি গ্রামের হোমিও চিকিৎসক রজব আলীর ছেলে ও সুজাপুর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানায়, বন্ধুদের নিয়ে ছোট যমুনা নদীতে গোসলে নামেন রিজভী। একপর্যায়ে বন্ধুরা উঠে এলেও রিজভীর দেখা মেলেনি। পরে তাদের চিৎকারে নদীতে খুঁজতে থাকেন আশপাশের লোকজন। কিন্তু তার কোনো সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন তারা। এরপর দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে রিজভীর মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

ফুলবাড়ী থানার ওসি আশরাফ আলী জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –