• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

ফুলবাড়ীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২০  

হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল আলম সুমন। 

এতে বক্তব্য রাখেন যোগদানের জন্য আসা উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াজ উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ আফরোজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন নাহার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল ইসলাম, থানার পরিদর্শক (তদন্ত) মাহামুদুল হাসান, ইউপি চেয়ারম্যান উপাধ্যক্ষ শাহ মো. আবদুল কুদ্দুস, মাওলানা মো. নবীউল ইসলাম, মো. মানিক রতন, দিনাজপুর শাখা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কার্যকরী সদস্য প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু, ফুলবাড়ী শাখা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক অধ্যাপক চিত্ত রঞ্জন দাস, সদস্য সচিব ধীমান চন্দ্র সাহা, ফুলবাড়ী কেন্দ্রীয় কালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি জয় প্রকাশ গুপ্ত, ফুলবাড়ী পৌর শাখা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি নারায়ন চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক আনন্দ কুমার গুপ্ত প্রমুখ।

সভায় উপজেলার ৫৫ টি দুর্গাপূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –