• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

ফেসবুক স্ট্যাটাস: চিরিরবন্দরে যুবক আটক

প্রকাশিত: ৯ জানুয়ারি ২০২০  

ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার উস্কানীমূলক স্ট্যাটাস দেয়ার অভিযোগে চিরিরবন্দর থানা পুলিশ গতকাল ৮ জানুয়ারি বুধবার বিকেল সাড়ে ৪টায় চিত্তরঞ্জন রায় (২০) নামে এক যুবককে আটক পূর্বক ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছে।

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার জানান, উপজেলার সাতনালা ইউনিয়নের জোত সাতনালা গ্রামের মিস্ত্রিপাড়ার প্রভাস চন্দ্র রায়ের ছেলে চিত্তরঞ্জন রায় গত দু’দিন পূর্বে তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্মকে নিয়ে বিদ্বেষমূলক মন্তব্য ও স্ট্যাটাস দিলে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। 

এ ঘটনা জানতে পেরে দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুজন সরকার ও আমার নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে চিত্তরঞ্জনকে পার্শ্ববর্তী গ্রাম থেকে আটক করি। এ ঘটনায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং ০৪। বর্তমানে উত্তেজনাকর পরিস্থিতি শান্ত রয়েছে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –