• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

বঙ্গবন্ধু একজন সাচ্চা মুসলমান ছিলেন: নৌপ্রতিমন্ত্রী

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২২  

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, 'বাংলাদেশের ৯০ ভাগ মানুষ মুসলমান। তবে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান মিলে আমরা এ দেশে শান্তিতে বাস করি। এ দেশের মানুষ অন্য ধর্মের প্রতি অনেক বেশি শ্রদ্ধাশীল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের এই শিক্ষা দিয়েছেন। তিনি একজন সাচ্চা মুসলমান ছিলেন।

শনিবার সেতাবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।

নৌপ্রতিমন্ত্রী বলেন, স্বাধীনতার পর বঙ্গবন্ধু বাংলাদেশে ইসলামী ফাউন্ডেশন গঠন করেছিলেন। সেই ইসলামী ফাউন্ডেশন এখন অনেক ক্ষেত্রে অবদান রেখে যাচ্ছে।

তিনি আরো বলেন, বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল। করোনা মহামারির মধ্যে অনেক দেশ ব্যর্থ হলেও বাংলাদেশ ব্যর্থ হয়নি। কারণ বাংলাদেশ মানবকল্যাণে কাজ করে।

দোয়া ও ইফতার মাহফিলে বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আফছার আলী সঞ্চলনায় বক্তব্য রাখেন দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –