• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

বঙ্গবন্ধু সৃস্টিকর্তার উপর আস্থা রেখে কথা বলতেনঃ খালিদ মাহমুদ

প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০১৮  

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) সারা জীবন মানবতার কথা বলেছেন। ইসলাম মানবতার ধর্ম। বর্তমান সরকার ইসলামকে অগ্রাধিকার দিয়ে কওমী মাদ্রাসা গুলোকে স্বীকৃতি দিয়েছেন। দাওরায়ে হাদীসকে মাস্টার্স সমমর্যাদা দিয়েছে।

বর্তমান প্রধান মন্ত্রী শেখ হাসিনা একজন সত্যিকারের ধার্মিক মানুষ। তিনি নিয়মিত নামাজ আদায় করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ মার্চের ঐতিহাসিক ভাষনেও মহান সৃস্টিকর্তার উপর আস্থা রেখে বলেছিলেন, “রক্ত যখন দিয়েছি আরো রক্ত দিবো, তবুও এ দেশকে শত্রুমুক্ত করে ছাড়বো ইনশা-আল্লাহ্।

খালিদ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক শিক্ষাকে প্রসারিত করার জন্য ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন। যার ফলে ইসলামি শিক্ষা ব্যাপক হারে প্রসারিত হচ্ছে। এছাড়াও বঙ্গবন্ধু বাংলাদেশের হাজ্বিদের জন্য হজ্ব ব্যবস্থাপনা সরাসরি করেছিলেন এবং ওআইসি’র সদস্য পদ এনে দিয়েছিলেন।

বর্তমান সরকার সারাদেশে প্রতিটি উপজেলায় একটি করে মডেল মসজিদসহ কালচারাল সেন্টার নির্মাণের পদক্ষেপ গ্রহণ করেছেন।

তিনি আরো বলেন, ইমামরা শুধু মসজিদের ইমাম না। আপনারা সমাজেরও নেতা। ইমামদের বাদ দিয়ে এদেশের উন্নয়ন সম্ভব না। তাই আগামী দিনে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় নির্বাচনে ইমামদের সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান।

সোমবার বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সভা কক্ষে বাংলাদেশ ইমাম সমিতি বিরল উপজেলা শাখা’র নেতৃবৃন্দ, ইমাম ও মুয়াজ্জিনদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তব্য প্রদানকালে উপরোক্ত কথাগুলি বলেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের নৌকা মার্কার প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি।  

এ সময় ইমাম সমিতি’র সভাপতি আলহাজ্ব মাওঃ মোঃ মনছুর আলী’র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব এম আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক এ কে এম মোস্তাফিজুর রহমান বাবু, সহ-সভাপতি ও  পৌরমেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর, বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ মঞ্জুরুল হাসান দুলু, যুবলীগের সভাপতি আব্দুল মালেক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান, স্বেচ্ছা সেবক লীগের সভাপতি শফিকুল ইসলাম শফিক, সাধারন সম্পাদক হাসান ফরিদ বিদ্যুৎ, ছাত্রলীগের সভাপতি সারওয়ারুল ইসলাম রাসেল প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে বিকালে প্রধান অতিথি উপজেলার ভান্ডারা ইউপি’র বেতুড়া বাজার ও ভান্ডারা (পাগলাপীর) বাজারে পৃথক পৃথক পথসভায় বক্তব্য রাখেন এবং বিভিন্ন স্থানে গণসংযোগ করেন।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –