• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে ফুলবাড়ীতে মানববন্ধন

প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২০  

জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে ফুলবাড়ী সরকারী কর্মকর্তা ও কর্মচারীদের প্রতিবাদ সভা ও মানব বন্ধন।

শনিবার সকাল সাড়ে ১০ টায় ফুলবাড়ী উপজেলা চত্তরে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাস্কর্য ভাংচুর এর প্রতিবাদে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজ উদ্দীন এর সভাপতিত্বে ঘন্টা ব্যাপি মানব বন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজ উদ্দীন, উপজেলা সহকারী কমিশনার ভূমি কার্নিজ আফরোজ, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফখরুল ইসলাম, বঙ্গবন্ধু সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মাসুদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা রুম্মান আক্তার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসিনা ভূইয়া প্রমুখ।

বক্তাগণ সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালী বাংলাদেশের রূপকার জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাস্কর্য ভাংচুরকারীদের শাস্তির দাবী জানান। মানব বন্ধনে উপজেলার সকল স্তরের সরকারী কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী উপস্থিত ছিলেন।

এছাড়াও প্রিন্ট মিডিয়ার সাংবাদিবৃন্দ উপস্থিত ছিলেন।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –