• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

বজ্রপাতে প্রাণহানি কমাতে বোচাগঞ্জে ১০০ তালবীজ বপন

প্রকাশিত: ১০ নভেম্বর ২০২০  

'বেশি করে তালগাছ লাগাই, বজ্রপাতে প্রাণহানি কমাই'- এই স্লোগানকে সামনে রেখে কালের কণ্ঠ শুভসংঘ দিনাজপুর জেলা শাখার তালবীজ বপনের কর্মসূচির অংশ হিসেবে বোচাগঞ্জ উপজেলা শাখার শুভসংঘের বন্ধুরা তালবীজ বপন করে। 

মঙ্গলবার সকালে কালের কণ্ঠ শুভসংঘ বোচাগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌর এলকার দকচাই সড়কের দুই পাশে ১০০টি তালবীজ বপন করা হয়।

তালবীজ বপন কার্যক্রমে প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন সেতাবগঞ্জ পৌর মেয়র মো. আব্দুস সবুর। 

উদ্বোধনী বক্তব্যে পৌর মেয়র বলেন- বজ্রপাতে প্রাণহানি কমাতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। সরকারের পাশাপাশি অনেক স্বেচ্ছাসেবী সংগঠনও এগিয়ে এসেছে। কালেরকণ্ঠ শুভ সংঘের এমন উদ্যোগকে সাধুবাদ জানাই। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. পিয়ারুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. নুর ইসলাম, শুভসংঘের উপদেষ্টা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুকমল রায়, ছাত্রলীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন বিপুল, সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম ইশান, কালের কণ্ঠ শুভসংঘ বোচাগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাহাবুব আলম, সাধারণ সম্পাদক শাহনেওয়াজ সৌরভ, যুগ্ম সম্পাদক আজাদ আলী জাপান, রাকিবুল ইসলাম রাজু, সাংগঠনিক সম্পাদক আকিব-উল হক, ইভেন্ট সম্পাদক, কার্যকরী সদস্য বাধন, মাহাফুজ, দিহান, সায়মা প্রমুখ।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –