• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

বনপাড়া ধর্মপল্লীর ২৫০ পরিবার পেল প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা

প্রকাশিত: ১৫ জুন ২০২০  

প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা পেয়েছে নাটোরের বড়াইগ্রামের বনপাড়া ধর্মপল্লীর হতদরিদ্র খৃষ্ট পরিবার। রবিবার সকালে উপজেলা পরিষদের আয়োজনে বনপাড়া গীর্জা চত্বরে ২৫০ খৃষ্ট পরিবারের হাতে প্রত্যেককে ৮ কেজি চাল তুলে দেন বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী। এসময় সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুতে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।

চাল বিতরণকালে সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে হাত সবান দিয়ে ধোয়া, বিশেষ কাজে বাহিরে গেলে মাস্ক ব্যবহার করার আহ্বান জানিয়ে উপজেলা চেয়ারম্যান বলেন, করোনা সংকট মোকাবেলায় আমার উপজেলায় বিভিন্ন সময়ে হিন্দু, খৃস্টান, মুসলমান সমস্ত সম্প্রদায়ের ভেতরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। পাশাপাশি আমার নিজস্ব উদ্যোগেও উপজেলার কর্মহীন অসহায় ৫০০০ মানুষকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। এ সংকট চলা পর্যন্ত আমাদের খাদ্য সহায়তা প্রদান অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন বনপাড়া ধর্মপল্লীর ফাদার বিকাশ হিউবার্ট রিবেরু, সেন্ট পিটার্স একাডেমির অধ্যক্ষ ক্লামেন্ট পিরিজ, ধর্মপল্লীর সহ সভাপতি রতন পেরেরা, বনপাড়ার প্রবীণ আওয়ামী লীগ নেতা আব্দুস সোবাহান প্রামানিক প্রমুখ।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –