• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

বন্যাকবলিত জেলায় কৃষিঋণ বিতরণের নির্দেশ

প্রকাশিত: ২৭ জুন ২০২২  

দেশের বন্যাকবলিত জেলায় স্বল্প সুদে কৃষিঋণ বিশেষ নজর দিতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে সোমবার বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ (এসিডি) একটি সার্কুলার জারি করেছে।
 
সার্কুলারে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমের অবশিষ্ট বরাদ্দের ৪০ শতাংশ বন্যাকবলিত জেলাগুলোতে বিতরণ করতে ব্যাংকগুলোকে বলা হয়েছে।

কৃষি খাতে উৎপাদন বাড়াতে পুনঃঅর্থায়ন স্কিম তৈরি করে কেন্দ্রীয় ব্যাংক। এই স্কিমের আওতায় ব্যাংগুলো চার শতাংশ সুদের হারে কৃষিঋণ বিতরণ করবে। আর বাংলাদেশ ব্যাংক এক শতাংশ সুদের হারে ব্যাংকগুলোকে তহবিল প্রদান করবে।

দলবদ্ধ প্রান্তিক কৃষকেরা জামানত ছাড়াই সর্বাধিক দুই লাখ টাকা ঋণ পাবেন, যা ৬ মাসের গ্রেস পিরিয়ডসহ ১৮ মাসের মধ্যে পরিশোধ করতে হবে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –