• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

বহু কাঙ্ক্ষিত এইচএসসির ফল নিয়ে বাড়ি ফেরা হলো না নিত্যর

প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২১  

দিনাজপুরের বীরগঞ্জে এইচএসসি পরীক্ষার ফলাফল নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে। নিহত শিক্ষার্থী নিত্য রায় (১৮) বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়ন দক্ষিণ নিজপাড়া গ্রামের গ্রামের প্রেমবাজার এলাকার চা দোকানী তারনি রায়ের ছেলে। সে বীরগঞ্জ সরকারি কলেজের মানবিক বিভাগের ছাত্র ছিল।

শনিবার সকাল সাড়ে ১১টায় বীরগঞ্জ পৌরশহরের ঠাকুরগাঁও বাসস্ট্যান্ড নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, বীরগঞ্জ সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষার রেজাল্ট শুনে নিজ বাড়িতে ফিরছিল নিত্য রায়। পথে ঢাকা-পঞ্চগড় মহাসড়কে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর ছিটকে পড়ে যায়। এ সময় বালু বোঝাই একটি ট্রাকটার তাকে পিষ্ট করে পালিয়ে যায়। এতে নিত্যরায় আহত হয়। আহত অবস্থায় তাকে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার সময় নিত্য রায়ের মৃত্যু হয়।

দিনাজপুর কোতয়ালী থানার ওসি মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –