• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে: পাটমন্ত্রী

প্রকাশিত: ৬ মার্চ ২০২১  

বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। 
শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসী মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে তারাবো পৌরসভার নবনির্বাচিত মেয়র হাসিনা গাজীর গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়তে ও দেশের উন্নয়নের জন্য দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন। এতে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে এবং উন্নত রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে।

পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোল্লার সভাপতিত্বে গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাজাহান ভূঁইয়াসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা।

মেয়র হাসিনা গাজী বলেন, বিগত পাঁচ বছরে তারাবো পৌরসভায় ২০০ কোটি টাকার উন্নয়ন কাজ হয়েছে। মন্ত্রীর সহযোগিতায় আগামী পাঁচ বছরে ৫০০ কোটি টাকার উন্নয়ন কাজ করার আশাবাদ ব্যক্ত করছি।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –