• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

বাইকের মাইলেজ বাড়াতে জানতে হবে যে ৬ উপায়

প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২৩  

যেকোনো কিছুতেই প্রয়োজন সঠিক পরিচর্যা। হোক দেহ কিংবা বাহন। অনেকেই সন্তানের মতো আগলে রাখেন নিজের শখের বাইকটি। সামান্য অবহেলা পেলেই যেন বাইকটি মন খারাপ করে বসে। দেখা দেয় নানান সমস্যাও।

মাঝে মধ্যে বাইকে মাইলেজ কম পাওয়ায় পথচলা কিছুটা কঠিন হয়ে পড়ে অনেকের। তবে কয়েকটি বিষয় মাথায় রাখলে বাইকের মাইলেজ বাড়াতে পারবেন। জ্বালানি খরচও অনেকটা কমে আসবে। চলুন জেনে নেয়া যাক সেসব উপায়-

প্রথমেই আপনার বাইকের কিছু সার্ভিসিং করান। তাহলে প্রয়োজনীয় বেশকিছু জায়গায় লুব্রিকেশন হয়। এর জেরে যন্ত্রাংশ ঠিকঠাক কাজ করে। আর এ কাজটি নিয়মিত করুন। সবসময় গ্যারেজে নিতে হবে এমন নয়। নিজেই পরিষ্কার করুন।

সঠিক পদ্ধতিতে মোটরবাইক মেইন্টেন করলে ভালো মাইলেজ পাওয়া যায়। বাইকের চেইন লিউব করতে হবে সময়মতো। গিয়ার, ক্লাড অ্যাডজাস্টমেন্ট ঠিক রাখতে হবে।

সঠিক গিয়ারে মোটরবাইক চালানো জরুরি। আপনি কম গিয়ারে থাকাকালীন বেশি স্পিড তুললে মোটরবাইক মাইলেজ কম দেবে। মোটরবাইকের গিয়ারবক্স ভালো রাখতেও এ পদ্ধতি বজায় রাখা জরুরি।

মোটরবাইকের টায়ার প্রেশার ঠিকঠাক রাখুন। প্রতি ১৫ দিন অন্তর টায়ারের এয়ার প্রেশার মাপিয়ে নিন। টায়ারের প্রেশার কম থাকলে মাইলেজ ড্রপ হতে পারে।

সিগন্যালে দাঁড়ালে অনেকেই বাইকের ইঞ্জিন বন্ধ করেন না। এমন অভ্যাসে জ্বালানির অপচয় হয় অনেক বেশি। সিগন্যাল ১৫ সেকেন্ডের বেশি হলে অবশ্যই ইঞ্জিন বন্ধ রাখুন। এতে বাইকের ইঞ্জিন কিছুটা ঠান্ডাও হবে।

বাইকের চেইন নিয়মিত পরিষ্কার করুন। কেননা চেইনের ওপর বাইকের মাইলেজ বাড়া কমা নির্ভর করে। চেইন বেশি ঢিলেঢালা হয়ে আছে কি না খেয়াল রাখুন। চেইন ঠিকঠাক অ্যাডজাস্ট থাকাটা জরুরি। এছাড়া অযথা ক্লাচ ব্যবহার থেকে বিরত থাকুন। ক্লাচের ব্যবহার কম হলে মাইলেজ বাড়তে বাধ্য।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –